মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের চেয়ে ভালো কিছু হতে পারে না বলে জানিয়ে দিলেন শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজমি। শুধু তাই নয়, মন্দির নির্মাণের জন্য তিনি ৫১ হাজার টাকা দান করবেন বলেও জানিয়েছেন।
অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির বানানোর যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তা তারা স্বাগত জানাচ্ছেন বলে মত প্রকাশ করেছেন ওয়াসিম রিজমি। যেভাবে সুপ্রিম কোর্ট বহু বছরের পুরনো সমস্যার সমাধান করেছে, তা সেরা রায় বলে মন্তব্য করেছেন শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজমি। তিনি আরও বলেছেন, রাম জন্মভ‚মিতে এখন মন্দির বানানোর প্রস্তুতি চলছে। রাম আমাদের সবার প‚র্বপুরুষ, মুসলিমদেরও। সেই কারণে ওয়াসিম রিজভি ফিল্মস-এর তরফে রামমন্দির নির্মাণে ৫১ হাজার টাকা দান করা হবে।
অযোধ্যায় রামমন্দির নির্মাণ গোটা পৃথিবীর রামভক্তদের কাছে গর্বের বিষয় বলে জানিয়েছেন তিনি। রামমন্দির তৈরির কাজে শিয়া ওয়াকফ বোর্ড সাহায্য করবে বলেও জানান ওয়াসিম রিজমি। অযোধ্যা মামলার রায়ে বিতর্কিত জমি রামমন্দির তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মসজিদ বানানোর জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
এর আগেও শিয়া ওয়াকফ বোর্ড চেয়ারম্যান বলেছেলেন, স্বপ্নে রাম তাকে দেখা দিয়ে কান্নাকাটি করেন। মুসলমানরা এর সমালোচনা করলে এ শিয়া নেতা তাদের তাদের পাকিস্তানের দোসর আথ্যায়িত করে রাম মন্দিরকে বাবরি মসজিদ প্রমাণের তীব্র নিন্দ করেছিলেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও সাহাফি ডেকান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।