পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেছেন, যে অর্থনীতে দুর্নীতি থাকে সেই অর্থনীতি টেকসই হতে পারে না। আমরা টেকসই উন্নয়ন করবো। সব ধরনের দুর্নীতিকে বাদ দিয়ে সামনে এগিয়ে যাবো।
আজ শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে গিয়ে অর্থমন্ত্রী কামাল এসব কথা বলেন। পেঁয়াজের দাম বিষয়ে মুস্তফা কামাল বলেন, পেঁয়াজের বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় দেখভাল করে। আমাদের কাজ অর্থ দেওয়া। পেঁয়াজের জন্য বাণিজ্য মন্ত্রণালয় যা চাইবে সব দেওয়া হবে। পেঁয়াজ আমদানিতে এখন কোনো ইমপোর্ট ডিউটি (আমদানি শুল্ক) নেই।
তিনি আরও বলেন, আমার জানা মতে, পেঁয়াজের কোনো ইমপোর্ট ডিউটি নেই। পেঁয়াজ আমদানির জন্য কোনো বাধা থাকে না। গতকাল (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী জাতীয় সংসদে পেঁয়াজের সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।