Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দায়িত্ব নিতে শ্রীলঙ্কায় আর্থার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ৬:২৩ পিএম

শ্রীলঙ্কান ক্রিকেটের দায়িত্ব কে নিতে যাচ্ছেন? অনেক দিনে ধরেই এ বিষয় নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। তবে জল্পনা কল্পনার অবসান ঘটতে চলছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দলের হেড কোচ হিসেবে মিকি আর্থারকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ব্যাপারটি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক্সিকিউটিভ কমিটি। মার্ক রামপ্রকাশ শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালে আর্থারকে হেড কোচ পদে নিয়োগের সিদ্ধান্ত নেয় বোর্ড।
এর আগে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্থার দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্বে ছিলেন। এরপর ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত ছিলেন অজিদের হেড কোচ। তারপর তিনি দায়িত্ব নেন পাকিস্তান দলের। পাকিস্তান তার অধীনে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি লাভ করে। ৩৭ টি-টোয়েন্টি এর ভেতর ৩০ টিতেই জিতেছিল পাকিস্তান। ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর মূল নায়কও ছিলেন ৫১ বছর বয়সি এই কোচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ