Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমরাহ পালন করতে সউদীতে সাকিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ১২:৪০ পিএম

ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব। সপ্তাহ দুয়েক আগে আইসিসি থেকে এই শাস্তি দেওয়ার পর গুঞ্জন ওঠে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমাবেন তিনি। তবে আমেরিকা নয় অবসর সময়ে এবার পবিত্র ওমরাহ পালন করতে গেলেন দেশের সেরা তারকা ক্রিকেটার। এ উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতের ফ্লাইটে সউদী আরবে রওনা দেন সাকিব।
দেশের মাটিতে বিগত কিছুদিন বেশ ব্যস্ততার মাঝে কেটেছে সাকিবের। সাকিবের ওমরাহ করতে যাওয়ার ব্যাপার নিশ্চিত করেন ওয়াসিম খান। জাতীয় দলের যেকোনো ক্রিকেটার দেশের বাইরে যাওয়ার সময় তাদের পাশে সবসময় থাকেন তিনি।
বিমানবন্দরে ক্রিকেটারদের লজিস্টিক সহায়তার ব্যাপারটি দীর্ঘদিন দায়িত্বের সঙ্গে নিয়মিত পালন করে আসছেন ওয়াসিম খান। তিনি রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে সাকিবের সঙ্গে একটি ছবি আপলোড করেন। সেখানে তিনি লিখেন, ওমরাহ পালন করতে জেদ্দার উদ্দেশে রওনা হচ্ছে সাকিব আল হাসান। তার জন্য আমার দোয়া রইলো।
মাঝের সময়ে নানামুখী কাজে ব্যস্ত ছিলেন সাকিব। ফুটবল মাঠে ভালোই ব্যস্ত ছিলেন। এছাড়া দেশের ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ করদাতা হিসেবেও সম্মানিত হন দেশ সেরা অলরাউন্ডার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ