নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে ‘ই’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ওমানের বিপক্ষে বড় ব্যবধানেই হারল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে মাসকাটের সুলতান কাবোস স্টেডিয়ামে স্বাগতিক ওমান ৪-১ গোলে হারায় বাংলাদেশকে। গোলশূণ্য অবস্থায় প্রথমার্ধ শেষ হলে বিরতির পর ওমান চারটি ও বাংলাদেশ একমাত্র গোলের দেখা পায়।
বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই দু’দল সমানে সমান লড়াই করে। তবে সুযোগ পেয়েও প্রথমার্ধে গোল করতে পারেনি তারা। ফলে গোলশূন্য অমিমাংসিত অবস্থায় বিরতিতে যায় বাংলাদেশ-ওমান। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে ছন্দ হারায় বাংলাদেশ। এই অর্ধে স্বাগতিকরা একের পর এক গোল করে কোনঠাসা করে ফেলে বাংলাদেশকে। ফলে শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি লাল-সবুজরা।
ওমান ম্যাচের ৪৮, ৬৮ ও ৭৮ মিনিটে পরপর তিন গোল করে বড় জয়ের ইঙ্গিত দেয় (৩-০)। অবশ্য ৮১ মিনিটে একটি গোল শোধ দেয় বাংলাদেশ। এসময় দলের পক্ষে একমাত্র গোলটি করেন বিপলু আহমেদ (১-৩)। ম্যাচের শেষ দিকে ওমান আরেকটি গোল করলে বাংলাদেশের বড় হার নিশ্চিত হয় (৪-১)। বাছাইয়ে চার ম্যাচ খেলে এটা নিয়ে তৃতীয় হারের স্বাদ পেলো বাংলাদেশ। আর ওমান পেলো তৃতীয় জয়ের দেখা। আগের ম্যাচে ভারতকে রুখে দিলেও মাসকাটে ওমানের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি জামাল ভূ্ইঁয়ারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।