Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সৌম্য-নাঈমের ব্যাটে দারুণ জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারতে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুগ্ধতা ছড়িয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। জাতীয় দল থেকে ফিরে বাঁহাতি ওপেনার রান পেলেন বাংলাদেশ ইমার্জিং দলের হয়েও। ভারত সিরিজে ব্যাট হাতে খুব ভালো কাটেনি সৌম্য সরকারের। দেশে ফেরার পর তার ব্যাটে ফিরল ঝড়। ইমার্জিং টিমস এশিয়া কাপে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ। বোলারদের দারুণ পারফরম্যান্সের পর দুই ওপেনারের দারুণ ব্যাটিংয়ে হংকংকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।

গতকাল বিকেএসপিতে হংকংকে ১৬৪ রানে থামিয়ে বাংলাদেশ জিতে যায় ২৪.১ ওভারেই। ৭৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৪ রান করেন সৌম্য। আরেক ওপেনার নাঈম কট বিহাউন্ড হওয়ার আগে ৮ চারে ৫২ করেছেন সমান বলে। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ১৫.২ ওভারে ৯৪ রান। নাঈমের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে বাকি পথ পাড়ি দেন সৌম্য। ছক্কায় ম্যাচ শেষ করা শান্ত অপরাজিত থাকেন ২২ রানে।

ব্যাটসম্যানদের কাজটা ম্যাচের প্রথম ভাগেই সহজ করে দিয়েছিলেন বাংলাদেশের বোলারা। জাতীয় লিগের দারুণ পারফরম্যান্স ইমার্জিং দলেও বয়ে এনেছেন তরুণ পেসার সুমন খান। ৩৩ রানে ৪ উইকেট নিয়ে সফলতম বোলার এই ১৯ বছর বয়সী পেসার।

হংকং নিয়মিত বিরতিতে উইকেটে হারালেও খেলেছে পুরো ৫০ ওভার। শেষ দুই উইকেটে নিয়ে তারা ব্যাটিং করে ৯.১ ওভার। তাদের ইনিংসে ফিফটি জুটি ছিল কেবল একটি। ষষ্ঠ উইকেটে হারুন আরশাদ ও আইজাজ খান যোগ করেন ৫১ রান। এই জুটি ভেঙেছেন মেহেদি হাসান। ১০ ওভারে মাত্র ২৩ রানের খরচায় ২ উইকেট নেন এই অফ স্পিনার। হংকংয়ের ইনিংসে সর্বোচ্চ ৩৫ রান হারুনের।

নিয়ন্ত্রিত বোলিং করেছেন তরুণ ডানহাতি মিডিয়াম পেসার হাসান মাহমুদ। ১০ ওভারে চার মেডেনসহ মাত্র ১৬ রানে তিনি নেন ১ উইকেট। ভারত সফরে থেকে ফেরা লেগ স্পিনার আমিনুল ইসলাম হাতে চোট পেয়ে বোলিং করতে পারেননি তিন ওভারের বেশি।

একই গ্রুপে কক্সবাজারে দিনের আরেক ম্যাচে আফগানস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ‘এ’ গ্রুপে বড় চমক দেখিয়েছে ওমান। নিজেদের প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে ৪ উইকেটে। গ্রুপের অন্য ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। আগামীকাল নিজেদের পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

হংকং ইমার্জিং : ৫০ ওভারে ১৬৪/৯ (হারুন ৩৫, আইজাজ ২৫, কিঞ্চিত ২৪, ওয়াজিদ ১৭; হাসান ১/১৬, সুমন ৪/৩৩, মেহেদি ২/২৩, আফিফ ১/৪১)। বাংলাদেশ ইমার্জিং : ২৪.১ ওভারে ১৬৮/১ (নাঈম ৫২, সৌম্য ৮৪*, শান্ত ২২*; এহসান ১/৩৯, রওনক ০/২৯)। ফল : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ