Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুঃসময়ে মুস্তাফিজের পাশে ইরফান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ক্রিকেট বিশ্বে পেসার মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত স্লোয়ার আর কাটারে একসময় ভয়ে তটস্থ থাকত বিশ্বের নামকরা ক্রিকেটাররা। তবে দিন দিন তার বলের গতি কমে যাচ্ছে, কাটার আগের মতো কার্যকর হচ্ছে না।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচের কোনোটিতেই জ্বলে ওঠতে পারেননি মুস্তাফিজ। অনেক খরুচে ছিলেন আবার উইকেটও নিতে পারেননি একটিও। তারই জের ধরে গতকাল থেকে ইন্দোরে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে খেলানোই হয়নি কাটার মাস্টারকে। বাংলাদেশের গতি তারকার বিপদে পাশে দাঁড়িয়েছেন ভারতীয় পেসার ইরফান পাঠান।
নিজে একজন বাঁহাতি পেসার বলেই দুঃসময় কাটিয়ে ওঠার উপায় বাৎলে দিলেন মুস্তাফিজকে। সংবাদমাধ্যমকে ইরফান বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, মুস্তাফিজকে আরেকটু ফুলার লেন্থে বল করতে হবে। ক্যারিয়ারের অধিকাংশ উইকেট সে এই লেন্থে বল করেই পেয়েছে। ফুলার লেন্থে তার বলে বেশি বৈচিত্র আসে। আর সে ভারসাম্য রাখতে পারছে না। সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। তাকে এটা নিয়েও কাজ করতে হবে।’
ইরফানের বিশ্বাস লেন্থ ঠিক রেখে বল করলে মুস্তাফিজ স্বরূপে ফিরবেন বলেই বিশ্বাস ইরফানের, ‘আপনি যেখানেই আন্তর্জাতিক ক্রিকেট খেলুন না কেন, পিচ ফ্ল্যাট থাকে। যে পিচে খেলবেন সেখানে ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলতে আপনার কিছু বৈচিত্র থাকা প্রয়োজন। যে কোনো কন্ডিশনে কার্যকরি হওয়ার নিশ্চয়তা থাকতে হবে। মুস্তাফিজের মেধা আছে। সঠিক লেন্থে বল করলে আমার বিশ্বাস সে আবারও ভালো করবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ