নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট গতকাল থেকে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী খেলায় বাগমনিরাম ওয়ার্ড ও চকবাজার ওয়ার্ডের মধ্যেকার ম্যাচটি গোলশূণ্যভাবে শেষ হয়েছে। ম্যাচটি উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণ করে খেলে গোলের সুযোগ সদব্যবহার করতে না পারায় এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দল দুটিকে। এবারের টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টি ওয়ার্ড এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমেদ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সিজেকেএস ফুটবল কমিটির চেয়ারম্যান এস এম মেহেদী হাসান, সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।