যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
গত ২৯ অক্টোবর থেকে শুরু হয়েছে পাঁচ মাসব্যাপী ২৪তম দুবাই আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল। চলবে ৪ এপ্রিল ’২০ পর্যন্ত। তবে বিশ্ব বাণিজ্যের অন্যতম এবারের মেলায় বিশ্বের ৭৮টি দেশ অংশগ্রহণ করলেও নেই বাংলাদেশি প্যাভিলিয়ন। এতে হতাশ প্রবাসী বাংলাদশিরা।
ফেস্টিভ্যালে আসা প্রবাসী বাংলাদেশি ক্রেতা-দর্শনার্থীরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করে ইনকিলাবকে বলেন, বেসরকারি হিসেব মতে আরব আমিরাতে ৮ লক্ষাধিক বাংলাদেশির অবস্থান। তাছাড়া রেমিট্যান্সের বিবেচনায় আরব আমিরাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। সে কথাটি মাথায় রাখার পাশাপাশি ১৯৯৬ সাল থেকে শুরু হওয়া বিশ্ব বাণিজ্যের অন্যতম দুবাই আন্তর্জাতিক এ শপিং ফেস্টিভ্যালে ২০০৭, ’১২ ও ’১৭ সালে বাংলাদেশি প্যাভিলিয়ন থাকলেও পণ্য প্রদর্শনীর ক্ষেত্রে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজার মান অনুযায়ী প্যাভিলিয়নের স্টলগুলোতে দেশীয় নামীদামী কোম্পানিগুলোর জনপ্রিয় পণ্যসামগ্রীর উপস্থিতি না থাকায় তখন ক্রেতা-দর্শনার্থীদের তেমন আকর্ষণ করতে পারেনি। সে অভিজ্ঞতা থেকেও এবারের শপিং ফেস্টিভ্যালে বাংলাদেশ সরকার, স্থানীয় বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট এবং নীতি-নির্ধারক মহলের সময়োচিত হস্তক্ষেপে ব্যবসায়ী সংগঠকদের সমন্বিত উদ্যোগে একটি চমৎকার ও সফল প্যাভিলিয়ন উপহার দেয়া যেতো বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।
অপরদিকে ২০২০ সালে দুবাইয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পণ্য প্রদর্শনী ‘ওয়ার্ল্ড এক্সপো’কে সামনে রেখে বিশ্বমানের এ ফেস্টিভ্যালের মাধ্যমে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যসামগ্রীর ব্যাপক প্রচার ও প্রসার ঘটবে, সুনাম বয়ে আনবে বাংলাদেশের -এমন প্রত্যাশাও ছিল প্রবাসী বাংলাদেশিদের। অথচ সে আশা ধুলিস্যাৎ করে দিয়েছে ফেস্টিভ্যালে অনুপস্থিত বাংলাদেশি প্যাভিলিয়ন।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।