Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

মদ্রিচের হাতে এবারের ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ৬:৫২ পিএম

চলতি বছরের ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ জিতেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচ। গতকাল মঙ্গলবার রাতে মোনাকোতে এক জমকালো অনুষ্ঠানে মদ্রিচের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।
২৯ বছরের বেশি বয়সী এবং বর্তমানে খেলছেন, এমন সফল ফুটবলারদের এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। ১৭তম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পেলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক। ২০০৩ সালে চালু হওয়া পুরস্কারটি প্রথম পেয়েছিলেন সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড রবের্তো বাজিও।
পুরস্কারটি পেয়ে গর্বিত বোধ করছেন মদ্রিচ। মাঝের ছন্দহীনতা কাটিয়ে আবারও সেরা রূপে ফিরছেন বলেও জানান তিনি, ‘আমি নিজের সেরা রূপে ফিরছি, এইবারের বিপক্ষে শেষ ম্যাচে যেমনটা খেললাম। বছর শেষ হওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ সাতটা ম্যাচ আছে। আর আমরা ভালো খেলাটা ধরে রাখার চেষ্টা করব।’
এর আগে ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ পাওয়া ফুটবলারদের মধ্যে আছেন রোনালদিনহো, ইকার ক্যাসিয়াস, জøাতান ইব্রাহিমোভিচ, জিয়ানলুইজি বুফন, সামুয়েল ইতো, আন্দ্রেস ইনিয়েস্তা, দিদিয়ের দ্রগবা, রায়ান গিগস, এডিনসন কাভানি ও ফ্রান্সেসকো টট্টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ