Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাকৃবিতে শিক্ষার্থীদের লং মার্চ

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ৬:০০ পিএম

দায়িত্বে অবহেলা অভিযোগে কর্তব্যরত ডাক্তার, রোকেয়া হলের প্রভোস্ট, হাউজ টিউটর, ভেটেরিনারি অনুষদের ডিনের পদত্যাগ, স্বাস্থ্যকেন্দ্রের মান্নোয়ন, এম্বুলেন্স সংখ্যা বৃদ্ধিসহ নয় দফা দাবিতে লং মার্চ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টার দিকে এই কর্মসূচি পালন করে তাঁরা।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন অনুষদীয় ছাত্র সমিতির নেতৃত্বে বিশ‌্ববিদ্যালয়ের কেন্দ্রিয়গন্থাগারের সামনে থেকে লং মার্চ শুরু করে। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে। এসময় তারা মাৎস্যবিজ্ঞান অনুষদ ও পশুপালন অনুষদ চলমান ক্লাস পরীক্ষা এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের চলমান ইন্টার্নশিপের কার্যক্রম বন্ধ করে দেয়। পরে আন্দোলনকারীরা লং মার্চ করে বিশ^বিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে বিক্ষোভ সমাবেশ করে। এই সময় শিক্ষার্থীরা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালীয়ে যাওয়ার ঘোষণা দেন।

আন্দোনরত শিক্ষার্থীদের উল্লেখযোগ্য দাবীগুলো হচ্ছে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে কর্তব্যরত ডাক্তার, রোকেয়া হলের প্রভোস্ট ও হাউজ টিউটর এবং ভেটেরিনারি অনুষদের ডিনের পদত্যাগ, বিশ্ববিদ্যালয়ের জন্য কমপক্ষে ৫ টি অ্যাম্বুলেন্স, আধুনিক ওষুধপত্র সরবরাহ করা, হেলথ কেয়ারে অভিযোগ বক্স স্থাপন এবং সার্বক্ষণিক মনিটরিং চালু, ক্যাম্পাসে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বৃক্ষসমূহ কর্তন ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাকৃবি শিক্ষার্থীদের জন্য আলাদা কর্ণার স্থাপন প্রভৃতি।

বিশ^বিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ‌্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মালয়েশিয়ার নাগরিক হারানি জানাকি রামান শ্বাসকষ্টে আক্রান্ত হয়। পরে শুক্রবার রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ১৫ মিনিটে মারা যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, হেলথ কেয়ার সেন্টারের অব্যবস্থাপনা ও সময়মত অ্যাম্বুলেন্স পাওয়া না যাওয়াই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার সন্ধ্যায় স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন, অ্যাম্বুলেন্স সংখ্যাবৃদ্ধি, সার্বক্ষণিক ডাক্টারের উপস্থিতির দাবীতে উপাচার্যের বাসভবনের সামনে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টার দিকে ওই দাবীসহ মোট নয় দফা দাবীতে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান আন্দোলনকারীদের সামনে উপস্থিত হয়ে দ্রæত সময়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবী সমূহ মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ডিনের পদত্যাগ বাস্তবায়নের দাবী জানান। তবে বুধবার লং মার্চে ডিনের পদত্যাগের বিষয়ে আন্দোলনকারীদের কোন শ্লোগান দিতে দেখা যায়নি।

এদিকে শিক্ষার্থীদের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: জসিমউদ্দিন খানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে আমি আন্তরিক। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সব কিছু করতে হবে। সে লক্ষ্যে তদন্ত কমিটি করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাকৃবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ