রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবদদাতা
কাপ্তাই জাকির হোসন স’ মিল এলাকায় জায়গাসংক্রান্ত বিরোধ ও বিচার না মানাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযোগ সূত্রে খবর পাওয়া যায়, জাকির হোসেন স’ মিল এলাকায় জায়গাসংক্রান্ত বিষয় নিয়ে কয়েকদিন পূর্বে কাঠ ব্যবসায়ী সাইদুল হক ও ব্যবসায়ী নিজাম উদ্দিনের সাথে ঝগড়া হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সাইদুল হক স্থানীয় কাঠ ব্যবসায়ীদের নিকট বিচার দাবি করেন। ব্যবসায়ীরা গত সোমবার দুই পক্ষকে অফিসে ডেকে এনে বিচার করে দেয়। একটি পক্ষ এ বিচার সঠিক হয়নি বলে হাঙ্গামা করে। এ নিয়ে রাত ১১টায় নিজাম উদ্দিন ও তার পরিবার এবং সাইদুল হকের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়। হামলায় সাইদুল হক (৫০), তার ছেলে রাজু (২৭), মিস্ত্রি মাসুম (২১), নিজাম উদ্দিন (৪০), তার স্ত্রী এবং ছেলে রাসেল (২৪) ও রানা (২০) আহত হয়। রাতে সকলেই উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সাইদুলের ছেলে রাজুর অবস্থা খুবই গুরুতর বলে কর্তব্যরত ডাক্তার জানান। গতকাল মঙ্গলবার দু’পক্ষের মধ্যে এ নিয়ে পাল্টা মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।