Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্জেন্টিনার নতুন জার্সিতে মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ৩:২২ পিএম

ফুটবলের অন্যতম দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল মাঠে নামছে আগামী ১৫ নভেম্বর। ওই ম্যাচেই একদম নতুন জার্সি গায়ে মাঠে নামবে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের নতুন জার্সিটিতে একদম ভিন্ন মাত্রা দিয়েছে প্রস্তুতকারকরা। সিমলেস এই জার্সিটিতে ব্লু রঙের ছড়াছড়ি।
জার্সিটির কলার করা হয়েছে ভি-শেপে। হাতের কার্পে রয়েছে অধিনায়কের ব্যাজ। যথারীতি স্পন্সর এডিডাস ও লোগো ডানে ও বাঁয়ে রয়েছে। জার্সিটির নিচের অংশে রাউন্ড শেপে মোড়ানো।
নতুন জার্সি গায়ে মেসির একটি ছবি আর্জেন্টিনা নিজেদের টুইটারে পোস্ট করে- যেখানে ক্যাপশন ছিল, 'এই রঙ (আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙ) ছাড়া আমাদের ইউনিটি বেশি নয়- আমরা প্রস্তুত মোকাবিলার জন্য।'
এই বছর আলবেসেলেস্তারা খেলবেন দুই ম্যাচ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগামী ১৫ নভেম্বর সৌদি আরবের বাদশাহ সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচটি উরুগুয়ের বিপক্ষে হওয়ার কথা ছিল ঢাকায়- ভেন্যু পাল্টে এই ম্যাচটি আর্জেন্টিনা ইসরায়েলের রাজধানী তেলআবিবে খেলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ