Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিঠুনের বিশ্বাস, অবশ্যই সম্ভব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ৮:৫৬ পিএম

ভারত শক্তিশালী দল। ঘরের মাঠে আরো বেশি শক্তিশালী বিরাট কোহলির দল। ঘরের মাঠে টানা ১১ সিরিজ জয়ের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজে মাঠে নামবে তারা। কিন্তু ভারতকে তাদের মাঠে অলআউট করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশী ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তিনি প্রতিপক্ষের শক্তির আগে নিজেদের সামর্থ্য নিয়ে ভাবতে চান।
ভারত শক্তিশালী দল হলেও ভালো খেলার আত্মবিশ্বাস রয়েছে টাইগারদের। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যেকোনো ফলাফলই সম্ভব বলেই মনে করেন মিঠুন। ভারতের ২০ উইকেট নেওয়া সম্ভব কিনা- এমন প্রশ্নের জবাবে মিঠুন বলেন, ‘আমরা বিশ্বাস করি এটা সম্ভব। আমি একজন ব্যাটসম্যান, আমার আউট হতে একটা বলই লাগে। এটা সব ব্যাটসম্যানের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা যদি চাপ তৈরি করতে পারি, যে বোলিং ইউনিট আছি যদি সুশৃঙ্খল বোলিং করতে পারি, অবশ্যই সম্ভব। অবশ্যই আমরা ওদের সম্মান করি। ওরা বিশ্বের সেরা দলগুলোর একটি। নিজেদের মাটিতে ওরা অনেক বেশি শক্তিশালী। আমরা এই সিরিজের দিকে তাকিয়ে আছি।’



 

Show all comments
  • সুজয় ঘোস ১৩ নভেম্বর, ২০১৯, ৩:৫৫ পিএম says : 0
    বরো বরো কথা বলার কারন ম্যাচের পর ফাটা রেকর্ড বাজাবার অজুহাত রেডি ই আছে সেটা হলো আর একটা পার্টনারসিপ যদি হতো . কোহলিকে যদি আর একটু আগে আউট করা যেত ক্যাচ গুলো যদি মিস না হতো সাকিব তামিম যদি থাকতো তাহলে এই মথাচ আমরাই জিততাম
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ