মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আড়াই হাজার থেকে সাত হাজার টাকা প্রায় তিনশো ভাগ বেতন বৃদ্ধি পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এর প্রতিবাদে সোমবার (১১ নভেম্বর) সমাবর্তনের অনুষ্ঠানের বাইরে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করলে তাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। দেশটির সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা যায়। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বেতন বৃদ্ধির প্রতিবাদে সমাবর্তনের দিন বিক্ষোভ করেন শতাধিক শিক্ষার্থী। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিশ প্রশাসন। ব্যারিকেড করে ছাত্রদের আটকানোর চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় শিক্ষার্থীদের। কোনও হতাহতের খবর না থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমাবর্তন স্থান থেকে কিছুদূরে তাদের আটকে দেয় প্রশাসন। সেই সময় সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন উপাধ্যক্ষ ভেঙ্কাইয়া নাইডু। উপস্থিত ছিলেন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। শিক্ষার্থীদের অভিযোগ, এতোদিন আড়াই হাজার টাকা বেতন হিসেবে নেওয়া হত ছাত্র-ছাত্রীদের থেকে। সেই বেতন বেড়ে হয়েছে সাত হাজার টাকা। যা নিম্নবিত্ত পড়ুয়াদের সাধ্যের একেবারেই বাইরে। এতে বহু শিক্ষার্থীর পড়াশোনা হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। গত পাঁচদিনেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনও ইতিবাচক সাড়া না মেলায় বাধ্য হয়ে তারা প্রতিবাদ মিছিলে পথে নামেন। খবরে বলা হয়েছে, শিক্ষার্থীরা এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই বেতন বৃদ্ধির প্রতিবাদ করে আসছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।