মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও সিরিয়ায় সোমবার দিবাগত মধ্যরাতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গাজায় হামলা চালিয়ে অঞ্চলটির স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদের একজন শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করেছে দখলদার বাহিনী। এতে তার স্ত্রীও নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও দুইজন। অন্যদিকে সিরিয়ায় হামলা চালিয়ে ওই নেতার ছেলেকেও হত্যা করা হয়েছে। ইসলামিক জিহাদের পক্ষ থেকে মঙ্গলবারের ওই হামলায় তাদের নেতা বাহা আবু আল আতা (৪২)-এর নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ইসরাইলের পক্ষ থেকে বাহা আবু আল আতাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইসলামিক জিহাদ জানিয়েছে, বাহা আবু আল আতা ছাড়াও এদিন সিরিয়ার রাজধানী দামেস্কে দলের আরেক নেতার বাড়িতে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এ সিরিজ হত্যাযজ্ঞের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসলামিক জিহাদ। দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের অনিবার্য প্রতিশোধ ইহুদিবাদীদের অস্তিত্বে আঘাত হানবে। গাজা উপত্যকার ক্ষমতাসীন দল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, এই উত্তেজনা বৃদ্ধির পরিণামের দায় ইসরাইলকেই বহন করতে হবে। আল-জাজিরা, আনাদোলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।