Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হস্তক্ষেপ বন্ধের আহ্বান মুকতাদার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সাদ্র তার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার হস্তক্ষেপের তীব্র সমালোচনা এবং নিন্দা করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা যদি ইরাকের অভ্যন্তরে হস্তক্ষেপ অব্যাহত রাখে তাহলে লক্ষ্য লক্ষ্য বিক্ষোভকারী নিয়ে তিনি রাস্তায় নামবেন। সোমবার এক বিবৃতিতে মুকতাদা আল-সাদ্র বলেন, ইরাকের জনগণ আমেরিকার হস্তক্ষেপ ছাড়া একটি আগাম নির্বাচন চায়; এ কাজে ইরাক কোন বলদর্পী শক্তির হস্তক্ষেপ বা সাহায্য চায় না। তিনি বলেন, ইরাকের চলমান বিক্ষোভে আমেরিকা হস্তক্ষেপ করে আবারো তারা প্রমাণ করেছে যে, অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ
করে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ