Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইপিএলে জাতীয় সংগীতের জন্য ওয়াদিয়ার চিঠি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ৮:১১ পিএম

আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের মালিকদের মধ্যে অন্যতম নেস ওয়াদিয়া অন্যরকম এক প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে। বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কাছে চিঠি লিখে তিনি অনুরোধ করেছন, আইপিএলের পরবর্তী আসরের প্রতিটি ম্যাচে যেন ভারতের জাতীয় সংগীত বাজানো হয়।
সাধারণত আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্ট বা ম্যাচে জাতীয় সঙ্গীত বাজানো হয়। কখনো ঘরোয়া ক্রিকেটে কিংবা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে জাতীয় সংগীত বানানো হয়নি।
এবারের আইপিএলে থাকছে না কোনো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ২০২০ আইপিএলের আসরে জাতীয় সংগীত বাজানোর দাবি করে ওয়াদিয়া জানান, ‘উদ্বোধনী অনুষ্ঠান বাদ দেয়াটা ভালো একটা উদ্যোগ। বিসিসিআইয়ের আরেকটা উদ্যোগ নেয়া প্রয়োজন। সেটা হলো, আইপিএলে প্রতি ম্যাচে ভারতের জাতীয় সংগীত বাজানো। তাতে করে ক্রিকেটাররা আরও বেশি উজ্জ্বীবিত হবেন।’
তিনি আরও জানান, ‘আমি এর আগেও বিসিসিআইকে চিঠি লিখেছি। এবার সৌরভ গাঙ্গুলীকেও লিখলাম। ভারতের সিনেমা হল, মুথি থিয়েটারগুলোতে জাতীয় সংগীত বাজানো হয়।’
কিংসের এই কর্ণধান যোগ করেন, ‘ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল (আইএসএল) ও প্রো-কাবাডি লিগে ম্যাচ শুরুর আগে ভারতের জাতীয় সংগীত বাজানো হয়। এর জন্য আমরা নিজেদের সম্মানিত অনুভব করি। মার্কিন বাস্কেটবল লিগেও (এনবিএ) যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বাজানো হয়। আমাদের খুব সুন্দর জাতীয় সংগীত আছে।’
ওয়াদিয়ার এমন প্রস্তাবের ব্যাপারে এখনও কিছু জানায়নি বিসিসিআই। পরবর্তী বোর্ড মিটিংয়ে এটি নিয়ে আলোচনা হতে পারে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ