Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ক্যালোনির চোখে ‘ক্লাসিকো’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ৭:৫৬ পিএম

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচকে কেন্দ্র করে কথার লড়াইয়ে মেতে উঠেছে দুই দলের খেলোয়াড়রা। তবে এক্ষেত্রে ভিন্নপথে হাঁটছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি এই ম্যাচকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করছেন। এই ম্যাচকে তিনি প্রীতি ম্যাচ বলে আখ্যায়িত করতে চান না। বরং তিনি এই ম্যাচকে ‘ক্লাসিকো’ হিসেবে দেখছেন।
আর্জেন্টাইন কোচ বুঝিয়ে দিয়েছেন ম্যাচের গুরুত্ব। তিনি এই ম্যাচটিকে সাধারন প্রীতি ম্যাচ হিসেবে দেখতে নারাজ। বরং তিনি এই ম্যাচকে ‘ক্লাসিকো’ হিসেবে আখ্যায়িত করেছেন, ‘এটা কখনোই একটি প্রীতি ম্যাচ নয়। উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে খেলাটা ‘ক্লাসিকো’। তারা কঠিন প্রতিপক্ষ। তবে আমরা প্রস্তুত আছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ