Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসি ফেরায় চিন্তিত নই: সিলভা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ৭:৪৫ পিএম | আপডেট : ৭:৪৬ পিএম, ১২ নভেম্বর, ২০১৯

ব্রাজিল-আর্জেন্টিনার সবশেষ সাক্ষাৎ হয়েছিল কোপা আমেরিকার ৪৬তম আসরের সেমিফাইনালে। সে ম্যাচে ব্রাজিলের কাছে হারে আর্জেন্টিনা। ওই ম্যাচেই মেসি অভিযোগ করেন, কনমেবল দুর্নীতি করে ব্রাজিলকে ফাইনাল জেতানোর পায়তারা করছে। টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ড দেখেন তিনি। এছাড়া দুর্নীতির অভিযোগ আনায় তিন মাস নিষিদ্ধ হন বার্সেলোনা তারকা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তাই আর্জেন্টিনা তারকা শোধ নেওয়ার অপেক্ষায় আছেন। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে এমনিতেই উত্তেজনা অনেক বেশি। এবার বাড়তি উত্তেজনা নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর সউদী আরবের রিয়াদে।
মেসির প্রসঙ্গে ব্রাজিল অধিনায়ক থিয়োগা সিলভা বলেন, ‌‌‘আমরা মেসি ফেরায় চিন্তিত নই। তার বিপক্ষে খেলতে হবে জেনে গর্ব হচ্ছে। আর্জেন্টিনার দলে তাদের তারকা ফুটবলার মেসি আছেন। আমাদের নেইমার নেই। তবে ব্রাজিল মানে ব্রাজিলই। কোপা আমেরিকা জিতে সেটা আমরা প্রমাণ করেছি। ব্রাজিল-আর্জেন্টিনার আগের ম্যাচগুলো দেখলে বোঝা যাবে এটা সবসময়ই দারুণ এক ম্যাচ। গোলের খেলা হওয়ার সম্ভাবনা থাকে। এ ম্যাচে দুই দলেরই জয়ের সম্ভাবনা ৫০ ভাগ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ