নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এখন শুধু হ্যাটট্রিকম্যান উপাধি পাওয়াটা বাকি। গত রোববার রাতে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকসহ ছয় উইকেট তুলে নেন দীপক চাহার। চাহারের এ বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশকে ৩০ রানে হারিয়ে সিরিজ জেতে ভারত।
টাইগারদের বিপক্ষে ১৮ ওভারের শেষ বলে শফিউলকে ও ২০ ওভারের প্রথম দুই বলে মুস্তাফিজ ও বিপ্লবকে আউট করেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে প্রথম ও বিশ্বের ১২তম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন চাহার। বাংলাদেশের বিপক্ষে তিনি ২০ বলে সাত রানে ৬ উইকেট নিয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড গড়েন।
সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই আবারও হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার। বিদর্ভের বিপক্ষে রাজস্থানের হয়ে এ কীর্তি গড়েন তিনি। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিন ওভারে ১৮ রানে হ্যাটট্রিকসহ শিকার করেন চার উইকেট। তার পেস আঘাতে ১৩ ওভারের ম্যাচে নয় উইকেটে ৯৯ রানে বিদর্ভকে আটকে দেয় রাজস্থান। দর্শন নালকান্ডে, শ্রীকান্ত ভগ ও অক্ষয় ভদকারকে আউট করেন চাহার। মজার ব্যাপার হচ্ছে, ২০১০ সালে মুস্তাক আলী ট্রফিতে বিদর্ভের বিপক্ষেই প্রথম টি-টুয়েন্টি ম্যাচ খেলেন দীপক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।