নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাকিস্তান সুপার লিগের দল (পিএসএল) লাহোর কালান্দার্সের প্লেয়ার ড্রাফট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। ধারণা করা হচ্ছে পিএসএলের এবারের পুরো আসর পাকিস্তানে খেলা হবে বলেই সরে দাঁড়াচ্ছেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার পিএসএলের সম্পূর্ণ আসর পাকিস্তানে আয়োজন করছে। আর ঠিক এমন কারণেই কি পিএসএলে খেলা হচ্ছে না, ডি ভিলিয়ার্সের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কাজের চাপকে সুষ্ঠুভাবে পরিচালনা করতেই এই সিদ্ধান্ত।'
আগামী ৬ ডিসেম্বর পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। যেখানে এক ডিসেম্বর ছয়টি দল তাদের রিটেইন ক্রিকেটারের নাম জমা দেবে (সর্বোচ্চ ৮ জন)। ডি ভিলিয়ার্স গত মৌসুমে কালান্দার্সের হয়ে সাতটি ম্যাচে চুক্তিবদ্ধ হয়েছিলেন। যেখানে পাঁচটি ম্যাচ ছিল সংযুক্ত আরব আমিরাত ও দুটি ছিল পাকিস্তানে। তবে কাঁধের ইনজুরির কথা বলে ডানহাতি এই ব্যাটসম্যান পাকিস্তানে যাননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।