Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় দাবার শিরোপা নিয়াজের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ১২:৪৯ এএম

২০১২ সালের পর আবার জাতীয় দাবার শিরোপা জিতেছেন নিয়াজ মোর্শেদ। এবার শিরোপা জেতার পথে একটি ম্যাচও হারেননি উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার। শেষ রাউন্ডে রেজা নীড়কে হারিয়ে দেওয়া নিয়াজের পয়েন্ট ৮। গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব এবং আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান পান সমান ৭ পয়েন্ট করে। শেষ পর্যন্ত টাইব্রেকিং পদ্ধতিতে রাকিব রানার্স-আপ এবং ফাহাদ তৃতীয় হয়েছেন।
অনেকদিন পর জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত নিয়াজ মোর্শেদ বলেন, ‘শেষবার শিরোপা জয়ের সময় তিনজন গ্র্যান্ডমাস্টার খেলেছিল। এবার দেশের পাঁচজন গ্র্যান্ডমাস্টারই খেলেছে। তাই এবারের প্রতিযোগিতা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। এবার শিরোপা জিততে পেরে আমি খুব খুশি।’
৫৩ বছর বয়সী নিয়াজ ছিলেন প্রতিযোগিতার বয়োজ্যেষ্ঠ। অন্যদিকে সবচেয়ে কম বয়সী হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয় রেজা নীড়। তার বয়স মাত্র ৯ বছর। এ বিষয়ের দিকে ইঙ্গিত করে নিয়াজ বলেন, ‘এবারের জাতীয় দাবায় আমি ছিলাম বয়োজ্যেষ্ঠ, আর নীড় সর্বকনিষ্ঠ। নীড় প্রতিভাবান। আমাদের উচিত তাকে যথাযথভাবে গাইড করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ