মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের অযোধ্যার বাবরি মসজিদের মামলার রায় নিয়ে সামাজিক মাধ্যমে ‘বিতর্কিত’ পোস্ট দেয়ায় ৭৭ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করার অভিযোগে উত্তর প্রদেশে পুলিশ গত ২ দিনে রাজ্যজুড়ে ৩৪টি মামলা দায়ের করে এবং ৭৭ জনকে গ্রেফতার করে। উত্তর প্রদেশের পুলিশ এক বিবৃতিতে জানায়, এখন পর্যন্ত সামাজিক মাধ্যমে ৮ হাজার ২৭৫টি পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য পুলিশ রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া নজরদারি চালাচ্ছে। গত শনিবার (৯ নভেম্বর) ভারতের সুপ্রিম কোর্ট বহু প্রতীক্ষিত অযোধ্যার বাবরি মসজি মামলার রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, বাবরি মসজিদের বিতর্কিত ওই জমি সরকার পরিচালিত একটি ট্রাস্টের হাতে তুলে দেয়া হবে এবং তারা সেখানে একটি রামমন্দির নির্মাণ করবেন। আর মসজিদ নির্মাণের জন্য শহরের অন্য কোনো জায়গায় মুসলমানদের ৫ একর জমি দেয়া হবে। ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।