মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অযোধ্যায় মুসলিমদের জন্য বিকল্প পাঁচ একর জমিতে মসজিদ নয়, স্কুল চান বলিউড তারকা সালমান খানের বাবা তথা প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। কয়েক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাবরি মসজিদ-রাম জন্মভ‚মি নিয়ে করা ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় শনিবার দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়েছে, বিতর্কিত পৌনে ৩ একরের ওই ভ‚মিতে মন্দির হবে, তবে তা হবে একটি ট্রাস্টের অধীনে। আর মুসলিমদের জন্য মসজিদ তৈরি করতে কাছাকাছি অন্য স্থানে ৫ একর জমি দিতে হবে সরকারকে। অযোধ্যা মামলার এ রায় নিয়ে ইতিমধ্যেই নিজেদের মতামত জানিয়েছেন তারকারা। এবার প্রতিক্রিয়া জানালেন সেলিম খানও। তার মতে, মসজিদের প্রয়োজন নেই মুসলিমদের। তার বদলে ওই জমিতে স্কুল অথবা কলেজ তৈরি হলে অনেক সমস্যার সুরাহা হবে। শনিবার সংবাদমাধ্যমে সালমানের বাবা বলেছেন, ‘‘ইসলাম ভালবাসা এবং ক্ষমার কথা বলে। এতদিনে অযোধ্যা বিতর্ক শেষ হল । এবার ওই দুই নীতি মেনে চলতে হবে। অতীত আঁকড়ে পড়ে থেকে লাভ নেই। পুরনো সব কিছু ভুলে এগিয়ে যেতে হবে।’’ মসজিদের বাইরেও ভারতীয় মুসলিমদের আরো অনেক সমস্যা আছে উল্লেখ করে সেগুলো নিয়েই এবার ভাবা উচিত বলেও মনে করেন সেলিম খান। তার কথায়, ‘অযোধ্যা নিয়ে আর বিতর্কের দরকার নেই। তার চেয়ে দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত। তিনি বলেন, ভাল স্কুল ও হাসপাতাল প্রয়োজন। ওই পাঁচ একর জমিতে কলেজ নির্মাণ করা হোক। নামাজ তো যে কোনো জায়গায়ই পড়া যায়। তাই মসজিদ দরকার নেই বরং ভাল স্কুল প্রয়োজন। দেশের ২২ কোটি মুসলমানের ভাল শিক্ষা প্রয়োজন। তাহলে অনেক সমস্যা দ‚র হবে। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।