মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় ক্ষমতাসীন এনডিএ জোটে ভাঙন দেখা দিয়েছে। দেশটির মহারাষ্ট্রে সরকার গঠনকে কেন্দ্র করে বিজেপির সঙ্গে বিবাদের জেরে জোট সরকার ছাড়ার ঘোষণা দিয়েছে অন্যতম শরিক দল শিবসেনা। বিজেপির এনডিএ জোট সরকার থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত। সোমবার এক টুইটে শিবসেনার একমাত্র এই মন্ত্রী পদত্যাগের বিষয়টি জানান। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে ২৫ বছর ধরে একজোটে থাকা হিন্দুত্ববাদী বিজেপি ও শিবসেনার মধ্যে চরম বিবাদ দেখা দিয়েছে। বিজেপি জোটের কাছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ চেয়েছিলো শিবসেনা, কিন্তু তাতে সাড়া না দিয়ে সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ব্যর্থ হয়েছে বিজেপি। ২০১৪ সালের নির্বাচনে মহারাষ্ট্রে এককভাবে ১৪২টি আসন পেয়েছিল বিজেপি। কিন্তু এবার মাত্র ১০৫ আসন পাওয়ায় সরকার গঠনে ব্যর্থ হয় দলটি। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।