Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্ট সিরিজ কঠিন হবে: পাপন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ৮:৫১ পিএম

ভারতের মটিতে টেস্ট সিরিজ কঠিন হবে বলে মনে করছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বলেন, আমরা কখনো খোলাপি বলে খেলেনি। ভারতও কিন্তু খেলেনি। আপনি যদি দেখেন, ওয়ানডে আমরা ভালো খেলি। কিন্তু টি-টোয়েন্টি আর টেস্টে খুব দুর্বল। এই মুহূর্তে ভারতে এসে টেস্ট খেলায় সহজ কথা নয়। কঠিন হবে টেস্ট সিরিজটা।
তিনি আরো বলেন, গোলাপি বলে খেলাটা আরও কঠিন। কিন্তু ভারতে যেহেতু প্রথমে খেলবে তাই দুই দলের জন্যই নতুন আমার ধারণা, দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো খেলবে বাংলাদেশ।
এদিকে প্রস্তুতি ম্যাচের বিষয়ে বিসিবি কিছু করার নেই। এটা স্বাগতিকদের হাতে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
আগামী ১৪ নভেম্বর ইন্দোরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি ২২ নভেম্বর কলকাতর ইডেন গার্ডেনে হবে। এই ম্যাচটি গোলাপি বলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ