Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

নেপাল ও মালদ্বীপের জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ৮:৩১ পিএম

বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপে তৃতীয় দিনে আজ জয় পেয়েছে নেপাল ও মালদ্বীপ মহিলা দল।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম ম্যাচে নেপাল সরাসরি ৩-০ সেটে হারায় কিরগিজস্তানকে। নেপাল প্রথম সেট ২৫-১৫, দ্বিতীয় সেট ২৫-১৯ এবং তৃতীয় সেটে ২৫-২০ পয়েন্টে কিরগিজস্তানকে পরাজিত করে। পরাজিত হওয়া সত্বেও ম্যাচ সেরার পুরস্কার পান কিরগিজস্তানের গারকুসিনা এলিন।
এক তরফা দ্বিতীয় ম্যাচে মালদ্বীপ সরাসরি ৩-০ সেটে হারায় আফগানিস্তানের মেয়েদের। প্রথম সেট ২৫-০৬, দ্বিতীয় সেট ২৫-০৭ এবং তৃতীয় সেট ২৫-০৮ ব্যবধানে জিতে মালদ্বীপ। পরাজিত হওয়া সত্ত্বেও এ ম্যাচেও সেরা খেলোয়াড়ের পুরস্কার পান আফগানিস্তানের কুলামি ফাতিমা।
আগামীকাল দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান-কিরগিজস্তান। দিনের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ