Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবর-শফিকে দুর্দান্ত পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ৭:২২ পিএম

শুরুতেই টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছে পাকিস্তান। এবার টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর পালা। সে লক্ষ্যে আজ সোমবার অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে সফরকারীরা।
তিন দিনের এ প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী। তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি টপ অর্ডার ব্যাটসম্যানরা। ১৩ রানের মাথায় আউট হয়ে প্যাভিলয়নে ফেরেন অধিনায়ক আজহার আলী (১১)। নেসারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।
এরপর ৪৭ রানের মাথায় বিদায় নেন হারিস সোহেল। মেরেডিথের বলে আউট হওয়ার আগে তিনি করেন ১৮ রান। ইনিংসের ৬০ রানে আবারও ধাক্কা খায় সফরকারীরা। শান মাসদুকে (২২) নিজের দ্বিতীয় শিকার বানান মেরেডিথ।
তবে পুরো দিনে আর কোনো সাফল্য পায়নি অস্ট্রেলিয়া ‘এ’ দল। দিনের বাকি সময়টাতে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন বাবর আজম ও আসাদ শফিক। এ দুইজন গড়ে তোলেন ২৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি। বাবর ১৫৭ রানে ও শফিক ১১৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ