Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় নামাজরত মুয়াজ্জিনের ওপর হামলা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ৭:০১ পিএম

কুষ্টিয়ার খোকসায় মসজিদে নামাজরত মুয়াজ্জিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট জামে মসজিদের মুয়াজ্জিন মো. এমদাদুল ইসলামের (৬০) ওপর এই হামলার ঘটনা ঘটে। হামলাকালে মুয়াজ্জিন মসজিদের ভিতরে তাহাজ্জুতের নামাজ আদায়রত অবস্থায় ছিলেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মুয়াজ্জিন মো. এমদাদুল ইসলাম জানান, ফজরের আজানের কিছুটা সময় বাকি থাকায় তিনি তাহাজ্জুতের নামাজে দাঁড়ান। এমন সময় পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এ সময় চিৎকার করলে কালো জ্যাকেট পড়া এক সন্ত্রাসী পালিয়ে যায়। তবে সন্ত্রাসীরা এক জোড়া স্যান্ডেল ফেলে গেছে বলে তিনি জানান। তিনি ৫০ বছর ধরে নিজের গ্রামের এই সমজিদে মুয়াজ্জিন হিসেবে বিনা পারিশ্রমিকে কাজ করছেন বলেও জানান। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জানান, সন্ত্রাসী হামলায় আহত মুয়াজ্জিন এমদাদুল ইসলাম সৎ মানুষ। সারা জীবন তিনি মসজিদ নিয়ে পড়ে আছেন। তার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। খোকসা থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, সকালে খবর পেয়ে তিনি এলাকায় গিয়েছিলেন। আহত মুয়াজ্জিনকে থানায় অভিযোগ দিতে বলেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল জানান, মুয়াজ্জিমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার একটি ক্ষতে প্রায় ১৭টি সেলায় লেগেছে

 



 

Show all comments
  • রফিক ১১ নভেম্বর, ২০১৯, ১০:৪৩ পিএম says : 0
    সুষ্ঠু বিচার কামনা করি.....
    Total Reply(0) Reply
  • রফিক ১১ নভেম্বর, ২০১৯, ১০:৪৩ পিএম says : 0
    সুষ্ঠু বিচার কামনা করি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুয়াজ্জিনের ওপর হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ