Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ঢাকার বিপক্ষে নাসিরের দুর্দান্ত সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ৬:২২ পিএম

জাতীয় ক্রিকেট লিগে ঢাকার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছেন নাসির হোসেন। বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে পঞ্চম রাউন্ডের খেলায় রংপুরের হয়ে সেঞ্চুরি করেন তিনি। ম্যাচের তৃতীয় দিনে ঢাকার বোলারদের সামনে শুরুতে ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করলে একপাশ আগলে ধরে রংপুরকে রক্ষা করেন নাসির।
তবে, দায়িত্বশীল ব্যাটিংই করা নয় শুধু, রানের চাকাও সচল রেখেছেন তিনি। যার ধারাবাহিকতায় দুর্দান্ত এক সেঞ্চুরি উঠে এলো তার ব্যাটে। ২০০ বল খেলে ১০টি বাউন্ডারির সাহায্যে শতরানের মাইলফলক স্পর্শ করেন নাসির। দিন শেষে ২০৫ বল খেলে ১০৪ রানে অপরাজিত ছিলেন তিনি।
নাসিরের সেঞ্চুরিতে ঢাকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে রংপুরের সংগ্রহ পাঁচ উইকেটে ২০০ রান। এতে ঢাকার বিপক্ষে ২১২ রানে এগিয়ে রয়েছে রংপুর। প্রথম ইনিংসে রংপুরের ২৩৪ রানের জবাবে ২২২ রানে অলআউট হয় ঢাকা বিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ