নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : মূল পর্বে যাওয়া তো দূর অস্ত, এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে লড়াকু ফুটবলও উপহার দিতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে হেরে বাছাই থেকে ছিটকে পড়েছে দল।
বাহরাইনের খলিফা স্পোর্টস স্টেডিয়ামে গতকাল রোববার ‘ই’ গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে ২-১ ব্যবধানে ভুটানের কাছে হারে বাংলাদেশ। ম্যাচের অষ্টাদশ মিনিটে ইয়াসিন আরাফাতের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ভুটান ম্যাচে ফেরে ৬৫তম মিনিটে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে খান্দো দর্জির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভুটান।
বাছাইয়ে জয়হীন থাকল বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনের কাছে ৩-০ গোলে হেরে বাছাই শুরু করা পিটার টার্নারের দল দ্বিতীয় ম্যাচে জর্ডানের সঙ্গে ১-১ ড্র করেছিল। ২০২০ সালে উজবেকিস্তানের বসবে অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মূল আসর। স্বাগতিক উজবেকিস্তান ছাড়া ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপসহ মোট ১৬ নিয়ে হবে মূল পর্বের খেলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।