Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুবেলের বোলিং ঝড়ে অল্পতেই অলআউট রাজশাহী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ৫:৪৭ পিএম

জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে নিজেকে উজাড় করে দিয়েছেন রুবেল হোসেন। খুলনা বিভাগের হয়ে ভক্তদের উপহার দিলেন ক্যারিয়ার সেরা বোলিং। বল হাতে ঝড় তুলে একাই ৭ উইকেট শিকার করে রুবেল প্রতিপক্ষ রাজশাহীকে প্রথম ইনিংসে আটকে দিলেন মাত্র ১৫১ রানে।
রাজশাহীর হয়ে সানজামুল ইসলাম ৪৮ ও মিজানুর রহমান করেন ৪৩ রান। ২৩ করেন জুনায়েদ সিদ্দিক। খুলনার রুবেল ৭ উইকেট নিতে খরচ করেন ৫১ রান। আগের ম্যাচে বল হাতে দ্যুতি ছড়ানো বর্ষীয়ান বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক উইকেট নেন দুটি।
তার আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার, ১১ নভেম্বর বিনা উইকেটে ৩৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ক্যাপ্টেন ফরহাদ হোসেনের দল। আজ ১০ উইকেট হারিয়ে রাজশাহী দলীয় স্কোরে যোগ করেছে মাত্র ১১৫ রান।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অমিত মজুমদার (৫৯) ও তুষার ইমরানের (৫৮) জোড়া হাফ-সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে খুলনা ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৪৭ রান। ক্রিজে আছেন নূরুল হাসান (৫ ব্যাটিং) ও নাহিদুল ইসলাম (০ ব্যাটিং)।
২৬ রান দিয়ে রাজশাহীর হয়ে দুটি উইকেট নিয়েছেন মোহর শেখ। মুক্তার আলীও নেন দুটি।
সংক্ষিপ্ত স্কোর-(তৃতীয় দিন শেষে)
রাজশাহী বিভাগ প্রথম ইনিংস: ১৫১/১০, ৫০.৪ ওভার (সানজামুল ৪৮, মিজানুর ৪৩ ও জুনায়েদ ২৩; রুবেল ৭/৫১ ও রাজ্জাক ২/৬০)।
খুলনা বিভাগ প্রথম ইনিংস: ১৪৭/৪, ৫১.৩ ওভার (অমিত ৫৯, তুষার ৫৮; মুক্তার ২/২৪ ও মোহর ২/৩২)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ