Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাঈমের আক্ষেপ যেখানে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ৩:৪৪ পিএম

ভারতের মাঠে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে নাইম শেখের। অভিষেক সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। তরুণ এ ওপেনার এশিয়ার অনতম্য সেরা দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন পুরো সিরিজেই।
তবে নিজের ব্যক্তিগত সাফল্যের চেয়ে বেশি আনন্দিত হতেন যদি ম্যাচটি জিতিয়ে মাঠ ছাড়তে পারতেন। ম্যাচ শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলেন নাঈম শেখ। যেখানে দলকে যেতাতে না পারার আক্ষেপের কথা জানিয়েছেন।
নাঈম বলেন, ‘শেষ করতে পারলে যে কোনো ব্যাটসম্যানেরই ভালো লাগে। আমি পারিনি। তাই আফসোস লাগছে, তবে এখানেই অনেক কিছু শেখার আছে। কীভাবে এ পরিস্থিতিতে ম্যাচ বের করতে হয়। কীভাবে খেলার উচিত ছিল।’
এই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ করেছেন ১৪৩ রান। ১৩৩.৬৪ স্ট্রাইক রেটে নাঈম শেখের ব্যাটিং গড় ৪৭.৬৬। কেবল রান সংগ্রহের তালিকায় সবার উপরেই নয় এই সিরিজে সর্বোচ্চ বাউন্ডারিও হাঁকিয়েন তিনি। ১৭টি চার এবং তিনটি ছক্কা হাঁকিয়েছেন এই তরুণ টাইগার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ