Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাঈমে মুগ্ধ হরভজন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ৩:৪১ পিএম

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৮১ রানের অসাধারণ ইনিংস খেলেছেন বাংলাদেশের ওপেনার নাঈম শেখ। মাত্র ৪৮ বলে ১০ চার ও দুই ছক্কায় নিজের ইনিংসটা সাজান তিনি। এছাড়া এই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও নাঈম। তিন ম্যাচে করেছেন ১৪৩ রান। নাঈমের অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
গতকাল রোববার নাগপুরে সিরিজের শেষ ম্যাচে উপস্থিত ছিলেন হরভজন। ভারতের অনভিজ্ঞ বোলিংয়ের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণের মাঝে নাঈমের দুর্দান্ত ইনিংসে খুশি হরভজন। নাঈমকে প্রশংসায় ভাসিয়ে সাংবাদিকদের হরভজন বলেন, ‘বাংলাদেশ ভালো খেলেছে ৷ তাদের ব্যাটসম্যানরা আরেকটু দেখে খেললে জয় অসম্ভব ছিল না। তবে তাদের ব্যাটসম্যানদের এমন হতাশার দিনেও ওপেনার নাঈম যেভাবে ব্যাটিং করেছে সত্যি তা প্রশংসার দাবি রাখে৷’
এই সিরিজে ১৩৩.৬৪ স্ট্রাইক রেটে নাঈম শেখের ব্যাটিং গড় ৪৭.৬৬। কেবল রান সংগ্রহের তালিকায় সবার উপরেই নয় এই সিরিজে সর্বোচ্চ বাউন্ডারিও হাঁকিয়েন তিনি। ১৭টি চার এবং তিনটি ছক্কা হাঁকিয়েছেন এই তরুণ টাইগার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ