Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘূর্নিঝড় ‘বুলবুল’ : শত কোটি টাকার ক্ষয়-ক্ষতি পিরোজপুরে ৩৬ ঘন্টা বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ১২:৩০ পিএম

ঘূর্নিঝড় ‘বুলবুল’ আঘাত হানার আগ মুহুর্ত থেকে পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। এতে করে পিরোজপুর জেলার সাথে বাহিরের জেলার মানুষের মোবাইল যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ রয়েছে।
এদিকে ঘূর্নিঝড় বুলবুল এর কারণে জেলায় প্রায় শত কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, বুলবুল আঘাত হানার পর থেকে জেলায় একজন গাছ চাপায় নিহত হয়েছে এবং দেড় শতাধিক লোক আহত হয়েছে। এ ঝড়ে তিন হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং প্রায় ১ শত ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। ফলরের ব্যাপক ক্ষতি সাধান হয়েছে এবং কয়েক হাজার গাছ উপড়ে গেছে। প্রায় ৩৬ ঘন্টা জেলায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক নেই।
জেলা প্রশাসক আরো জানান, আশ্রয় কেন্দ্রে আশ্রয়কারীদেও জন্য খাবরের ব্যবস্থা সহ ঝড়ে ক্ষতিগ্রস্থদের সাহায্যে করার জন্য সরকারি ভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া আহতদেও চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিম সহ হাসপাতাল গুলোতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ