Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাজমুলের ৫ উইকেট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৯, ৭:০৭ পিএম

নাজমুল ইসলামের বোলিং দাপটে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে সবকটি উইকেট হারিয়ে রংপুর বিভাগ ২৩৪ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। রংপুরের হয়ে সোহরাওয়ার্দী শুভর (৫৭) পর হাফ-সেঞ্চুরি পেয়েছেন নাসির হোসেন (৭০) । বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে নাসিরের পর ৪৭ রানের ইনিংস খেলেন তানবির হায়দার।
ঢাকা বিভাগের হয়ে ৫ উইকেট শিকার করেন নাজমুল ইসলাম। সালাউদ্দিন শাকিল ৩টি ও শাহাদত হোসেন নেন দুটি উইকেট। জবাবে ব্যাটিং করতে নেমে আব্দুল মাজিদ (৫২) ও রাকিবুল হাসানের (৬৭) জোড়া অর্ধ-শতকের সুবাদে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তুলেছে ঢাকা বিভাগ।
রংপুরের হয়ে মুকিদুল ইসলাম নেন তিন উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-(২য় দিন শেষে)
রংপুর বিভাগ প্রথম ইনিংস: ২৩৪/১০, ৮১.৩ ওভার (নাসির ৭০, সোহরাওয়ার্দী ৫৭, তানবির ৪৭ ও নাঈম ২৩; নাজমুল ৫/৬৫, সালাউদ্দিন ৩/৫৬ ও শাহাদত ২/৫০)।
ঢাকা বিভাগ প্রথম বিভাগ: ১৫৫/৫, ৪৯.৪ ওভার (রাকিবুল ৬৭, মাজিদ ৫২, তাইবুর ৩৪, নাদিফ ২৬ ব্যাটিং ও সানি ২ ব্যাটিং; মুকিদুল ২/২৮)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ