Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক শান্ত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৯, ৪:৩৪ পিএম

ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হাসান শান্ত।
ভারত সফরে থাকা জাতীয় দলের ৫ জন আছেন এই দলে। তারা হলেন-নাইম শেখ, আফিফ হোসেন, সৌম্য সরকার, আমিনুল ইসলাম বিপ্লব এবং আবু হায়দার রনি। তারা সবাই টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফিরবেন।
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যে গ্রুপে আছে শক্তিশালী ভারত। বাকি দুই দল হলো-হংকং আর সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপের চার দল হলো-শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং ওমান।
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ উদ্বোধনী দিন ১৪ নভেম্বরে। বিকেএসপির চার নাম্বার মাঠে এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হংকং। এরপরের দুই ম্যাচে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে স্বাগতিকরা।
বাংলাদেশ ইমার্জিং দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাইম শেখ, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী হাসান রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আবু হায়দার রনি, মাহাদি হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ