Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরের ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৯, ৩:৪১ পিএম

টাঙ্গাইলের সখিপুরের ঐতিহ্যবাহী শাইল-সিন্দুর খালে মাছ ধরা উৎসব পালন করেছে স্থানীয় মৎস্য প্রেমীরা।প্রতি বছরই এ উৎসবের আয়োজন করে থাকে তারা।রবিবার নির্ধারিত দিনে শাইল-সিন্দুর খালে এই মাছ ধরা উৎসব পালন করা হয়। এ দিন সকাল থেকে বিকেল পর্যনÍ উপজেলার কাকড়াজান ইউনিয়নসহ বিভিন্ন গ্রামের লোকজন মাছ ধরতে আয়োজন।জানা যায়, প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে খাল ও বিলের পানি কমতে শুরু করায় হামিদপুর, কচুয়া, বড়চওনা, সাড়াশিয়া, কালমেঘা, মহানন্দনপুর, শ্রীপুর, বাসারচালা, কুতুবপুরসহ আশপাশের গ্রামের মুরব্বিরা বৈঠকে বসে মাছ ধরার উৎসবের তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত দিনে শত শত লোক পলো ও জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধভাবে ওই বিলে হাজির হয়। পলো দিয়ে পানিতে একের পর এক চাপ দেওয়া আর হৈ-হুল্লোড় করে সামনের দিকে অঘোষিত ছন্দের তালে তালে এগিয়ে যাওয়ায় অন্যরকম দৃশ্যের সৃষ্টি হয়। এ উৎসবে অনেকেই বোয়াল, মিনার কাপ ও শোলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন ধরণের মাছ শিকার করে।কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ জানান, ‘প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাছ ধরার উৎসব উদযাপিত হয়। এ উপলক্ষে বিভিন্ন এলাকার মানুষ একত্রিত হয়। মৎস্যপ্রেমীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাছ ধরা উৎসব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ