Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির হ্যাটট্রিক, শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৯, ৯:৫৫ এএম

লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকে সেল্তা ভিগোকে উড়িয়ে লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। কাম্প নউয়ে শনিবার রাতে লা লিগায় ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। তাদের অন্য গোলটি সার্জিও বুসকেতসের। সব প্রতিযোগিতা মিলে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল কাতালান ক্লাবটি। 

ম্যাচের ২৩তম মিনিটে লিওনেল মেসির সফল স্পট কিকে এগিয়ে যায় তারা। জুনিয়র ফিরপোর ক্রস সেল্তার ডি-বক্সে তাদের ডিফেন্ডার জোসেফ আইডুর হাতে লাগলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা। লিগে এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন মেসি। ৪০তম মিনিটে নিজেদের ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের মিডফিল্ডার পাপ ইয়াপকে ফাউল করে হলুদ কার্ড দেখেন মেসি। আর অসাধারণ এক ফ্রি-কিকে ম্যাচে সমতা টানেন উরুগুয়ের ডিফেন্ডার লুকাস।
সেল্তার সমতায় ফেরার স্বস্তি অবশ্য স্থায়ী হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ২৫ গজ দূর থেকে আরেকটি চোখধাঁধানো ফ্রি-কিকে আবারও দলকে এগিয়ে নেন মেসি।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আবারও মেসি জাদু, আরেকটি চমৎকার ফ্রি-কিক। আগেরটির মতো ঠিক একইভাবে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে ডান পাশের ওপরের কোনা দিয়ে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন তারকা। এ বছরের ফিফা বর্ষসেরা ফুটবলার এই নিয়ে চলতি লিগে আট গোল করলেন। মৌসুমে তার মোট গোল হলো ৯টি। ৮৫তম মিনিটে স্কোরলাইন ৪-১ করে জয় নিশ্চিত করেন বুসকেতস। বাঁ দিক থেকে দেম্বেলের বাড়ানো ক্রস ডিফেন্ডার দাভিদ ইয়ুনকা হেডে ফেরানোর চেষ্টা করলে ডি-বক্সের মুখে পেয়ে যান বুসকতেস। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
আগের ম্যাচে এইবারের মাঠে ৪-০ গোলে জিতে শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। সেল্তাকে হারিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা। দুই দলের পয়েন্ট সমান ২৫, তবে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে নেমে গেছে জিনেদিন জিদানের দল।



 

Show all comments
  • H M SOHRAWARDY ১০ নভেম্বর, ২০১৯, ১০:০৬ পিএম says : 0
    Who masi
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ