Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেদের ঝালিয়ে নিচ্ছে টেস্ট দলও

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম | আপডেট : ১২:০৮ এএম, ১০ নভেম্বর, ২০১৯

টি-টোয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহ-মুশফিকদের সামনে অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষায় ‘এ প্লাস’ তুলতে মাঠে শেষবারের মতো ঘাম ঝড়িয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। গতকালের প্রস্তুতির পর আজ খেলা। জিতলেই বাজিমাত। তবে বসে নেই বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররাও।

ভারতে শুধু টি-টোয়েন্টি দলের খেলোয়াড়রা অনুশীলন করলেও, আজ বাংলাদেশের টেস্ট দলের খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন নিজেদের ঝালিয়ে নেয়ার মিশনে। মুমিনুল হকের নেতৃত্বে গড়া টেস্ট স্কোয়াডের ৮ জনই নেই টি-টোয়েন্টি দলে। তারা পরশু (শুক্রবার) ভারত গিয়েছেন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। আর গতকালই নেমে পড়েছেন অনুশীলনে। তবে টি-টোয়েন্টি দলের সঙ্গে একত্রে নয়। বরং মাহমুদউল্লাহ-মুশফিকদের টি-টোয়েন্টি স্কোয়াডের প্র্যাকটিস শেষেই ব্যাটিং-বোলিং অনুশীলনে নেমেছেন টেস্ট দলের খেলোয়াড়রা।
টেস্ট সিরিজ খেলতে ভারত যাওয়া ৮ ক্রিকেটার হলেন মুমিনুল হক, সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাঈফ হাসান, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী এবং ইবাদত হোসেন। ১৪ নভেম্বর ইন্দোরে ভারতের বিপক্ষে প্রথম টেে মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি হবে ২২ নভেম্বর কোলকাতায়।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড : সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাঈফ হাসান, মুমিনল হক সৌরভ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, মুস্তাফিজুর রহমান, আলআমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী এবং ইবাদত হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ