Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোচনার দরজা এখনো খোলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ ২০১৫ সালের পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেও আলোচনার দরজা এখনো খোলা রেখেছে। শুক্রবার রাতে ইরানের রাষ্ট্রীয় স¤প্রচার সংস্থা আইআরবি-কে দেয়া এক সাক্ষাৎকারে সা¤প্রতিক সিদ্ধান্ত এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা উল্লেখ করে জাওয়াদ জারিফ বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি প‚রণে ব্যর্থতার কারণেই ইরান এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, আমরা আগেই পরিষ্কার করে বলেছিলাম যে, পরমাণু সমঝোতার অন্যপক্ষগুলো যদি ইতিবাচক পদক্ষেপ না নেয় তাহলে আমাদের পক্ষ থেকেও সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রাখব এবং পরবর্তী পদক্ষেপ নেবো। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ