Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমবাপ্পেকে চায় লিভারপুল, রেকর্ড অর্থের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ৫:০৯ পিএম

২০১৮ সালের বিশ্বকাপে ফ্রান্সে জয়ে রেখেছিলেন দারুন অবদান। ক্লাব ফুটবলে নেইমারের না তাকাও বোঝা দায় হয়ে যাচ্ছে ফরাসি তরুণ খিলিয়ান এমবাপ্পে নৈপুণ্যে। এবার তাকে দলে ভেড়ানোর জন্য প্রস্তাব পাঠাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুল। গত মৌসুমে ইউরোপসেরার মুকুট জয় করলেও ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা হয়নি অলরেডদের।
আর সেজন্যই নিজেদের আক্রমণভাগ আরো শক্তিশালী করতে এবার এমবাপ্পের দিকে নজর দিয়েছে অ্যানফিল্ড। ইংলিশ দৈনিক পত্রিকা স্কাই স্পোর্টসের জানিয়েছে, আগামী মৌসুমেই এমবাপ্পের জন্য পিএসজির কাছে প্রস্তাব পাঠাবে লিভারপুল।
ধারণা করা হচ্ছে টাকার অঙ্কে সেই প্রস্তাব হতে পারে প্রায় ২১৫ মিলিয়ন ইউরো। যেটা এমবাপ্পেকে নেইমারের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলারে পরিণত করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ