মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের বাবরি মসজিদ বা রাম জন্মভ‚মি নিয়ে করা অযোধ্যা মামলার রায়ের আগে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অযোধ্যায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। আগামী সপ্তাহেই সম্ভবত সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে। কেননা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ১৭ নভেম্বর অবসর নেবেন। তার আগেই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে এ রায় ঘোষণা করা হবে।
রায়-পরবর্তী অবস্থার জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে সেখানকার প্রশাসন। উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার আকবরপুর, তান্ডা, জালালপুর, জৈতপুর, ভিটি এবং আল্লাপুরের স্কুল কলেজে আটটি অস্থায়ী জেল তৈরি করা হয়েছে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, স্কুল ও কলেজ কর্তৃপক্ষ যেন এইসব জেলের স্টেশন ইনচার্জদের সহযোগিতা করে।
এরই মধ্যে উত্তরপ্রদেশ সরকারকে সতর্ক করে রাজ্যের সব ধরনের নিরাপত্তার বন্দোবস্ত করতে বলেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সঙ্গে জঙ্গি হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে। সর্বোচ্চ সংখ্যায় পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চালাতে বলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে ফেলা হচ্ছে অযোধ্যাকে। কেন্দ্রের তরফে অযোধ্যায় ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলা হয়েছে। যার মধ্যে রয়েছে ১৩ কোম্পানি সিআরপিএফ, ৬ কোম্পানি আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি এবং আরএএফ। ১৩ কোম্পানি সিআরপিএফ এরই মধ্যে পৌঁছে গেছে অযোধ্যায়। বাকি বাহিনী দুই থেকে তিন দিনের মধ্যেই পৌঁছে যাবে বলে জানা গেছে।
শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর সঙ্গে বৈঠকে বসার কথা ছিল উত্তরপ্রদেশের মুখ্য সচিবের। অযোধ্যা মামলার রায় দেওয়ার আগে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রায়-পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার বিষয় নিয়ে কথা হবার কথা ছিল এই বৈঠকে।
এরই মধ্যে উত্তরপ্রদেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যে আটটি অস্থায়ী জেল তৈরি রাখা হয়েছে। তবে পরিস্থিতির দিকে তাকিয়ে এই অস্থায়ী জেলের সংখ্যা বাড়িয়ে পরবর্তী সময়ে ২০টি করা হতে পারে বলেও জানা গেছে। মোঁট ৭৮টি স্থানে মোতায়েন থাকবে র্যাপিড অ্যাকশন ফোর্স।
এ ছাড়া অযোধ্যার আকাশে টহল দেবে দুটি হেলিকপ্টার। সংবেদনশীল এই মামলার রায়ের পর যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য গত ৩০ অক্টোবর নির্দেশিকা জারি করেন অযোধ্যার জেলা শাসক। ওই নির্দেশিকায় সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।