Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-ঈশ্বরদী রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : প্রায় ৫ ঘণ্টা পর ঈশ্বরদী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুরে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন (হারিয়াল) ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। পরে দুপুর ২টায় ঢাকা-ঈশ্বরদী রেলপথে সকল ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের পরিবহন কর্মকর্তা শওকত জামিলকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এর আগে সকাল ৯টায় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের সয়দাবাদ রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-উত্তরাঞ্চল রেল চলাচল বন্ধ হয়ে পড়েছে। সয়দাবাদ রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেন থেকে পাথর নামানো হচ্ছিলো। এ সময় ট্রেনটিকে সামনে দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করা হলে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর থেকে ঢাকা-ঈশ্বরদী রেল পথ দিয়ে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। প্রায় ৫ ঘণ্টা পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা-ঈশ্বরদী রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ