গাজীপুর জেলার জয়দেবপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিওিতে খবর পেয়ে ককটেল তৈরির সময় ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ২ জন হলো সিরাজগঞ্জ সদর থানার বাহুকা গ্রামের আঃ ওহাব খন্দকারের ছেলে মোহাম্মদ আলী (১৯)
ও একই জেলার কাজিপুর থানার শুভগাছা সীমান্ত বাজার গ্রামের আজিবর হোসেনের ছেলে আবুল হাশেম (১৯) ।
জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, শুকবার ভোর রাতে গোপন সংবাদের ভিওিতে খবর পেয়ে তালতলী এলাকায় আদম আলীর বাড়িতে অভিযান চালিয়ে
ককটেল বানানোর সময় ককটেল ও ককটেল তৈরির সামগ্রীসহ হাতেনাতে তাদেরকে ধৃত করা হয়। গ্রেফতারকৃত
মোহাম্মদ আলী স্থানীয় ওয়ান কম্পোজিটে ডাইং অপারেটর এবং অপর জন মেঘা ডেনিম ওয়াশ লিমিটেডে চাকুরী করে বলে পুলিশকে জানিয়েছে । তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।