Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে সংবাদে হতাশ ইমরুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ৭:৪৭ পিএম | আপডেট : ৭:৪৯ পিএম, ৮ নভেম্বর, ২০১৯

ইমরুল কায়েস। জাতীয় দল থেকে বারবার বাদ পড়ে হয়েছেন শিরোনাম। এ কারণে নিজেকে বাংলাদেশের একজন ‘দুর্ভাগা’ ক্রিকেটার মনে করেন তিনি। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ৪৩ রান ও দ্বিতীয় ইনিংসে ৭৫ রান করে নিজের যোগ্যতা জানান দেন তিনি। এরপর ২০১৫ সালে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের বিপক্ষে তামিমের সঙ্গে উদ্বোধনীতে ৩১২ রানের জুটির বিশ্বরেকর্ড গড়েন। ঐ ম্যাচে তামিম ডাবল সেঞ্চুরি ও ইমরুল ১৫০ রান করেন। টেস্ট আর ওয়ানডে মিলে সাত সেঞ্চুরি করা কায়েসের কাছে খুলনার ইনিংসটাই ক্যারিয়ার সেরা।
দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে আজ শুক্রবার ভারত সফরে যাওয়ার আগে জাতীয় দলের এ ওপেনার বলেন, ‘প্রতিপক্ষ ভারত অনেক শক্তিশালী। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে তারা শীর্ষে রয়েছে। তাছাড়া তাদের মাঠেই খেলা। আমাদের চেষ্টা থাকবে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার।’
এ সময় একটি সংবাদ মাধ্যমকে জানান, একটা চাপা কষ্ট রয়েছে তার মনে। সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে সুযোগ না পাওয়ার পর সংবাদ প্রকাশ হয়েছিল, হতাশায় ক্রিকেটই ছেড়ে দিচ্ছেন ইমরুল। এ প্রসঙ্গে জাতীয় দলের এ তারকা বলেন, ‘আসলে এমন কোনো কথা আমি বলিনি। এটা বানোয়াট একটা নিউজ হয়েছে। এমন সংবাদ দেখার পর আমি নিজেই হতাশ হয়েছি, কষ্টও পেয়েছি। যে কারণে সে সময় একটা ভিডিও বার্তাও দিয়েছিলাম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ