Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধেয়ে আসছে ঘুর্ণিঝড় বুলবুল কক্সবাজারে ভেপসা গরম ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, উপকূলে আঘাত হানতে পারে শনিবারে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ৫:২১ পিএম

বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে এগিয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে উত্তাল হয়ে পড়েছে সাগর। বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাগরে চলাচল না করে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত কক্সবাজার এলাকায় গুমুট আবহাওয়ায় ভ্যাপসা গরম ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।   

আবহাওয়াবিদের মতে, ঘূর্ণিঝড়টি কাল শনিবার মধ্যরাতের দিকে বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলের ওপর আঘাত হানতে পারে। তবে উপকূলে আঘাত হানার আগে বুলবুল কিছুটা দুর্বল হয়ে যেতে পারে।

জেলা আবহাওয়া দপ্তর জানায়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। এ জন্য দেশের তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজারকে শুক্রবার ভোর ৬ টা থেকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসন ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় শুক্রবার ৮ নভেম্বর বিকেল ৪ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা ডেকেছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় প্রয়োজনীয় শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। 

উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। জরুরীভিত্তিতে আরো ত্রান সামগ্রী পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

জেলার ৮ টি উপজেলা প্রশাসনকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনে পৃথক পৃথক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হচ্ছে। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন আরো জানান, প্রয়োজনে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হবে। ছুটিতে থাকা কর্মচারীদের দ্রুত কর্মস্থলে ফেরার জন্য নির্দেশ দেয়া হবে।

ঘূর্ণিঝড়টির অবস্থান সম্পর্কে কক্সবাজার আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার সকালে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চট্টগ্রাম বন্দর থেকে ৭৬৯ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়াবিদরা বলেছেন, ‘ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। এটি আরেকটু ডানদিকে ঘুরতে পারে। তখন ঘূর্ণিঝড়টি খুলনা-বরিশাল উপকূলীয় অঞ্চলের ওপরে আঘাত হানার আশংকা বেশী। আগামী রোববার মধ্যরাতে এটি আঘাত হানতে পারে।

এসময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তবে উপকূলে চলে আসার আগে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। বাতাসের গতিবেগ উপকূলে আঘাত হানার সময় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। ঘূর্ণিঝড় সিডরের সময় বাতাসের গতিবেগ ছিল ২২৩ কিলোমিটার। 

‘বুলবুল’–এর কারণে দক্ষিণ–পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকা মেঘাচ্ছন্ন থাকবে। শুক্রবার বিকেলের পর উপকূলীয় অঞ্চলে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। তবে উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়টি বয়ে যাওয়ার সময় বৃষ্টির মাত্রা আরো বাড়তে পারে। 

ঘুর্ণিঝড় 'বুলবুলের'  করণে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত কক্সবাজার এলাকায় গুমুট আবহাওয়ায় ভ্যাপসা গরম ও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।   

এদিকে এই গুমুট আবহাওয়ার মধ্যেও কক্সবাজার সাগর পাড়ের ঝাও বাগানে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী কক্সবাজার জেলা তাবলীগ এজতেমা। এটি শনিবার বিকেলে শেষ হবে।   

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ