Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে পৃথক সংঘর্ষে আহত ৩৫

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে পৃথক সংঘর্ষে নারীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার জালাকান্দি, ছোট বিনাইরচর, নয়নাবাদ, দক্ষিণপাড়া ও বড় ফাউসা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মাধ্যে ৩২ জনকে আড়াইহাজার হাসপাতাল এবং ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জালাকান্দি গ্রামে রোববার রাতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জমির আলী, রউফ মিয়া, ওমর ফারুক, সফিকুল, নজরুল, বারেকসহ ৬ জন আহত হন। ছোট বিনাইরচর গ্রামে রহমত আলী ও মাহমুদ আলীর লোকদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে রহমত আলী, খোশমেহের, হযরত আলী, শওকত আলী, আলমগীর ও মো: আলীসহ ১০ জন আহত হয়। এর মধ্যে রহমত আলীর হাতের আঙ্গুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একই দিন দক্ষিণপাড়া গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে শাহাবুদ্দিন, ফাতেমা, মফিজুল, আউয়াল, ঝর্ণা, সুফিয়ানসহ ১০ জন আহত হয়। বড় ফাউসা গ্রামে সংঘর্ষে আয়েশা, শাকিল হোসেন ও আরিফসহ ৫ জন আহত হয়। নয়নাবাদে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পৃথক ৩টি অভিযোগ পাওয়া গেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আড়াইহাজারে পৃথক সংঘর্ষে আহত ৩৫
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ