Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩১টি ওয়ার্ডে সিটি ডিজিটাল সেন্টার স্থাপনের সিদ্ধান্ত কেসিসি’র

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডে সিটি ডিজিটাল সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের অনুষ্ঠিত ২৭তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাস। এছাড়া, জাতিসংঘ পার্ককে ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনা, অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা, কেসিসি’র কর্মচারী ও ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাসের ব্যবস্থা করা, কেসিসি পরিচালিত সিটি গার্লস স্কুলকে বার্ষিক চার লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান, নগর স্বাস্থ্য ভবনে ফিজিও থেরাপী সেন্টার স্থাপন, ১৫নং ওয়ার্ড অফিস কাম কমিউনিটি সেন্টার স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণ, আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে কেসিসি’র ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেসিসি’র প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ, রুমা খাতুনসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩১টি ওয়ার্ডে সিটি ডিজিটাল সেন্টার স্থাপনের সিদ্ধান্ত কেসিসি’র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ